সম্প্রতি ওয়ান ব্যাংক পিএলসি এবং কাভাজো লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কাভাজো লিমিটেড এর বিভাগীয় প্রধান জনাব নাজমুল হাসান এবং ওয়ান ব্যাংক পিএলসি এর হেড অব কার্ডস জনাব সৈয়দ মারুফ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংক পিএলসি এর সকল Employees এবং Platinum credit কার্ড হোল্ডারগণ কাভাজো লিমিটেড থেকে All Dessert item এ ১০% ছাড়সহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।