দ্যা শেরাটন ঢাকা – ওয়ান ব্যাংকের চুক্তি

সম্প্রতি ওয়ান ব্যাংক পিএলসি এবং শেরাটন ঢাকা-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শেরাটন ঢাকা-এর ইন-চার্জ জনাব স্টেফেন মাস এবং ওয়ান ব্যাংক পিএলসি-এর হেড অব কার্ডস বিজনেস জনাব সৈয়দ মারুফ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায়, ওয়ান ব্যাংক পিএলসি-এর প্লাটিনাম ও উইমেন্স ক্রেডিট কার্ডধারীরা প্রতি মাসের প্রথম শুক্রবার ‘বাই ওয়ান গেট ওয়ান’ (B1G1) বুফে ডিনার সুবিধা, বছরের বিশেষ ১০টি দিনে অতিরিক্ত সুবিধা এবং নির্বাচিত কার্ডধারীদের জন্য “৪টি ফ্রি বুফে ডিনার” উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।